Header Ads

ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে ২৩ দেশের জোট, যোগ দিয়েছে বাংলাদেশ

                   

ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে ২৩ দেশের জোট, যোগ দিয়েছে বাংলাদেশ


 

 ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে কঠোর পদক্ষেপ নিতে এবার ২৩টি দেশ একজোট হয়েছে। এই নতুন জোটে সর্বশেষ যোগ দিয়েছে বাংলাদেশ, স্পেন ও আয়ারল্যান্ড।

আগামী ১৫-১৬ জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোটায় এই জোটের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সম্মেলনটির আয়োজন করছে কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। এতে অংশ নেওয়া দেশগুলো ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়কমন্ত্রী রোনাল্ড লামোলা জানান, ২০২৪ সালের জানুয়ারিতে ‘হেগ গ্রুপ’ গঠন করা হয়, যার লক্ষ্য ছিল আন্তর্জাতিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধি। বোগোটা সম্মেলনও একই উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয়। কোনো অপরাধ জবাব ছাড়া থাকতে পারে না।”

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। বিশ্লেষকরা একে ‘গণহত্যা’ এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের জঘন্য উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে কয়েক মিলিয়ন মানুষ, যাদের অন্তত ২০ লাখ এখন তীব্র খাদ্যসংকটে ভুগছেন।

কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির বলেন, “গণহত্যা শুধু একটি জাতির জন্য বিপর্যয় নয়, বরং এটি পুরো বিশ্বের মানবিক মূল্যবোধ ও বহুত্ববাদের জন্য হুমকি। কলম্বিয়া কখনোই জাতিগত নিধনের মতো অপরাধকে চুপচাপ মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “বোগোটা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো প্রতীকী নয়, বরং বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণে একযোগে কাজ করবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম এই জোট গঠিত হয় নেদারল্যান্ডসের হেগ শহরে। বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হুন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা ছিল এর প্রতিষ্ঠাতা সদস্য। এই জোটের মূল লক্ষ্য—আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ন্যায়ের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা।

এবার বোগোটা সম্মেলনে অংশ নিচ্ছে:
আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হুন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট ও দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে এবং ফিলিস্তিন।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলন আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে।

No comments

Powered by Blogger.