Header Ads

কোন ভুলে বরখাস্ত হলেন এএসপি গোলাম রুহানী

           

কোন ভুলে বরখাস্ত হলেন এএসপি গোলাম রুহানী


      


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. গোলাম রুহানী কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২৩(ছ) ধারায় এটি পালায়ন হিসেবে গণ্য হওয়ায় তাকে ওই দিন থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া, প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা গ্রহণ করবেন।

No comments

Powered by Blogger.