Header Ads

ইসরায়েলের সমালোচনায় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

           

ইসরায়েলের সমালোচনায় জাতিসংঘ প্রতিনিধির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা




যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফিলিস্তিন অধিকারের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার মার্কিন সিনেটর মার্কো রুবিও এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি বলেন, আলবানিজের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণ আর সহ্য করা হবে না।

রুবিও আরও বলেন, “আমরা সবসময় আমাদের মিত্রদের আত্মরক্ষার অধিকারের পক্ষে থাকব।”

আলবানিজ দীর্ঘদিন ধরে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবেদন দিয়ে আসছেন। তিনি ইসরায়েলকে ‘আপারথেইড রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেছেন এবং হামাসের সহিংসতাকে ‘অপ্রত্যাশিত নয়’ বলে মন্তব্য করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত করার প্রস্তাবও দিয়েছিলেন।

তিনি মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানিগুলোর সমালোচনাও করেছেন। আলবানিজের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ রয়েছে। একসময় তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ‘ইহুদি লবি’ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরে অবশ্য তিনি এ মন্তব্য প্রত্যাহার করেন।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ভয়েসেসের প্রেসিডেন্ট অ্যান বেয়েফস্কি বলেন, “অবশেষে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। আলবানিজ যেভাবে সহিংসতা উসকে দিয়েছেন এবং ইসরায়েলের অস্তিত্ব অস্বীকারের চেষ্টা করেছেন, তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা সময়োপযোগী।”

ইসরায়েল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সা’আর বলেন, “এখন জাতিসংঘের চোখ খোলার সময় এসেছে।”

ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন বলেন, “আলবানিজ জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছেন।”

ইউএন ওয়াচের নির্বাহী পরিচালক হিলেল নয়েউর এই পদক্ষেপকে “সাহসী সিদ্ধান্ত” বলে অভিহিত করেন। তিনি বলেন, “এর আগে কখনও কোনো জাতিসংঘ কর্মকর্তার ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।”

এ বিষয়ে জাতিসংঘ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

No comments

Powered by Blogger.