Header Ads

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের সরকারি আদেশ (জিও) প্রকাশিত

                  

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতনের সরকারি আদেশ (জিও) প্রকাশিত




প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুন মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে সরকার। এবারের ধাপে মোট ৩ লাখ ৭৯ হাজার ২৪১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন, যার মধ্যে স্কুলের ২ লাখ ৯১ হাজার ৮০৫ জন এবং কলেজের ৮৭ হাজার ৪৩৬ জন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে দৈনিক শিক্ষাডটকমকে। এর আগে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পরই জিও জারি করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এর আগে জানিয়েছেন, জুন মাসের বেতন দিতে কোনো ধরনের বিলম্ব হবে না।

সূত্রে জানা গেছে, মে মাসের বেতন এবং বৈশাখী ভাতার অর্থ এরই মধ্যে পেয়েছেন শিক্ষক-কর্মচারীরা। ঈদুল আজহার আগে তারা উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ অর্থও পেয়েছেন।

এর আগে, কয়েকটি ধাপে আগের মাসগুলোর বেতন পরিশোধ করা হয়। যেমন:

  • এপ্রিল মাসের প্রথম ধাপে ৩ লাখ ৭৮ হাজার ৯০৭ জন শিক্ষক-কর্মচারী, যার মধ্যে ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন স্কুলের এবং ৮৭ হাজার ৩৮৯ জন কলেজের।

  • ডিসেম্বর মাসের সপ্তম ধাপে ১ হাজার ২৪২ জন (স্কুলের ৮৬৯ এবং কলেজের ৩৭৩ জন)।

  • জানুয়ারির চতুর্থ ধাপে ১ হাজার ৫৫৬ জন (স্কুলের ১ হাজার ১১৬ এবং কলেজের ৪৪০ জন)।

  • ফেব্রুয়ারির তৃতীয় ধাপে (আংশিক) ১ হাজার ৫৭৩ জন (স্কুলের ১ হাজার ১২৭ এবং কলেজের ৪৪৬ জন)।

  • মার্চের দ্বিতীয় ধাপেও (আংশিক) একই সংখ্যক শিক্ষক-কর্মচারী বেতন পেয়েছেন।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) এর মাধ্যমে বেতন-ভাতা পেলেও, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে বেতন তুলতেন, যা ছিল সময়সাপেক্ষ ও ভোগান্তিকর। বর্তমানে এমপিওভুক্তরাও ধীরে ধীরে ইএফটির আওতায় আসছেন।

তবে, অনেক শিক্ষক-কর্মচারী এখনো দুর্ভোগে পড়ছেন ইএমআইএস সেল এবং কিছু উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের অবহেলার কারণে।

শিক্ষাবিষয়ক আরও খবর জানতে এবং তাৎক্ষণিক আপডেট পেতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।

No comments

Powered by Blogger.