Header Ads

এনসিপি ৩ দেশে কমিটি দিল

                                 

এনসিপি ৩ দেশে কমিটি দিল


 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডে কমিটি ঘোষণা করেছে। শনিবার (২৬ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত কমিটিতে সাখাওয়াত হোসাইন তুরাগকে আহ্বায়ক এবং তামান্না ইয়াসমিনকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত কমিটিতে চৌধুরী মোহাম্মদ ইফতেশাকে আহ্বায়ক এবং মু. শাহপরান আহম্মেদ শাকিলকে সদস্য সচিব করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত কমিটিতে মো. আহাদ শিকদারকে আহ্বায়ক এবং আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আন্দোলনের আরেক নেতা আখতার হোসেনকে সদস্য সচিব করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করা হয়। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে এনসিপি, তবে এখনো দলটি নিবন্ধন পায়নি।

No comments

Powered by Blogger.