Header Ads

চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কসহ হাতেনাতে গ্রেপ্তার পাঁচজন

                             

চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কসহ হাতেনাতে গ্রেপ্তার পাঁচজন




 রাজধানীর গুলশানে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

গুলশান থানা সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রিয়াদ ও তার সহযোগীরা সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়েও আসেন।

শনিবার বাকি টাকা নিতে গেলে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

গুলশান থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার পাঁচজন বর্তমানে থানায় হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments

Powered by Blogger.