Header Ads

১০ মহররমে কী হয়েছিল?

  
       

১০ মহররমে কী হয়েছিল?



মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ ‘আশুরা’ নামে পরিচিত। আরবি ‘আশারা’ মানে দশ—সেখান থেকেই এই নাম।

এই দিনে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা কামনা করে থাকেন।

হিজরি ৬১ সনের ১০ মহররম তারিখে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে কারবালার প্রান্তরে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবার-পরিজন। তাঁরা ফোরাত নদীর তীরে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রাণ উৎসর্গ করেন।

ইমাম হোসেন (রা.)-এর এই আত্মত্যাগ ইসলামের শান্তি ও মানবতার আদর্শকে রক্ষার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আত্মাহুতি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয় এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা জোগায়।

শিয়া সম্প্রদায় এ দিনে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে থাকে। তাজিয়া মিছিল তাদের অন্যতম একটি ধর্মীয় অনুশীলন।

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আশুরা মানবজাতিকে জুলুম ও অন্যায়ের বিপরীতে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকার প্রেরণা দেয়।

তিনি কারবালায় শহীদ ইমাম হোসেন (রা.)-সহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এই মহিমান্বিত দিনে আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.