খেলাফত মজলিস ঢাকায় কতটি আসনে প্রার্থী দিচ্ছে এবং কারা হচ্ছেন সম্ভাব্য এমপি প্রার্থী?
ঢাকা বিভাগের ৫৬টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। এর আগে শনিবার সকালে পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের নির্দেশনায় এই তালিকা চূড়ান্ত হয়। সভায় বক্তারা বলেন, জনগণের প্রকৃত কল্যাণে সৎ ও যোগ্য লোকদেরই সংসদে পাঠাতে হবে; ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্ব সেবা‑পরায়ণ ও স্বচ্ছ থেকে জনগণের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস “দেয়াল ঘড়ি” প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে।
ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থীদের তালিকা
-
টাঙ্গাইল
-
টাঙ্গাইল‑১ : মাওলানা কেএম আনসার আলী
-
টাঙ্গাইল‑২ : মুফতি আবদুল মালেক
-
টাঙ্গাইল‑৩ : মুফতি বছির উদ্দিন বিপ্লবী
-
টাঙ্গাইল‑৪ : মুফতি আবদুর রহমান মাদানী
-
টাঙ্গাইল‑৫ : মো. ছানোয়ার হোসেন সরকার
-
টাঙ্গাইল‑৬ : আব্দুল মান্নান সেখ
-
টাঙ্গাইল‑৭ : মুফতি আবু তাহের তালুকদার
-
টাঙ্গাইল‑৮ : মাওলানা মো. শহীদুল ইসলাম
-
-
কিশোরগঞ্জ
-
কিশোরগঞ্জ‑১ : হিফজুর রহমান খান
-
কিশোরগঞ্জ‑২ : মাওলানা সাঈদ আহমদ
-
কিশোরগঞ্জ‑৩ : আতাউর রহমান শাহান
-
কিশোরগঞ্জ‑৪ : ওলিউর রহমান
-
কিশোরগঞ্জ‑৫ : মাওলানা আবদুল আহাদ
-
কিশোরগঞ্জ‑৬ : সাইফুল ইসলাম সাহেল
-
-
মানিকগঞ্জ
-
মানিকগঞ্জ‑১ : মুফতি আশরাফুল ইসলাম
-
মানিকগঞ্জ‑২ : এসএম সালাহউদ্দিন
-
মানিকগঞ্জ‑৩ : তাওহিদুল ইসলাম তুহিন
-
-
মুন্সীগঞ্জ
-
মুন্সীগঞ্জ‑১ : মুহাম্মদ আনোয়ার হোসাইন
-
মুন্সীগঞ্জ‑২ : মিজানুর রহমান মৃধা
-
মুন্সীগঞ্জ‑৩ : আব্বাস কাজী
-
-
ঢাকা জেলা ও মহানগর
-
ঢাকা‑১ : সিকদার মোবারক হোসেন
-
ঢাকা‑৩ : নূর হোসেন
-
ঢাকা‑৫ : সেলিম হোসাইন আজাদী
-
ঢাকা‑৬ : কাজী সরদার নয়ামত উল্লাহ
-
ঢাকা‑৯ : ফয়েজ বক্স সরকার শহীদ
-
ঢাকা‑১০ : আহমদ আলী কাসেমী
-
ঢাকা‑১১ : অধ্যাপক সিদ্দিকুর রহমান
-
ঢাকা‑১২ : ফারুক আহমদ ভূঁইয়া
-
ঢাকা‑১৩ : মোহাম্মদ শাহজাহান
-
ঢাকা‑১৪ : মুফতি মিজানুর রহমান
-
ঢাকা‑১৫ : শেখ মুহাম্মদ সুলাইমান
-
ঢাকা‑১৬ : ডা. রিফাত হোসেন মালিক
-
ঢাকা‑১৭ : লে. কর্নেল (অব.) ডা. এমদাদুল হক
-
ঢাকা‑১৮ : সাইফ উদ্দিন আহমদ খন্দকার
-
ঢাকা‑১৯ : অধ্যাপক এনামুল হক
-
ঢাকা‑২০ : মুফতি আশরাফ আলী
-
-
গাজীপুর
-
গাজীপুর‑১ : আবদুল হালিম আল হেরা
-
গাজীপুর‑২ : খন্দকার রুহুল আমীন
-
গাজীপুর‑৩ : সুলতান মাহমুদ
-
গাজীপুর‑৫ : মাওলানা আজীজুল হক
-
-
নরসিংদী
-
নরসিংদী‑১ : হাফেজ মহিউদ্দিন জামিল
-
নরসিংদী‑২ : নূরুল আবসার শাহীন
-
নরসিংদী‑৫ : জাকির হোসাইন কাসেমী
-
-
নারায়ণগঞ্জ
-
নারায়ণগঞ্জ‑১ : মো. এমদাদুল হক
-
নারায়ণগঞ্জ‑২ : মাওলানা আহমদ আলী
-
নারায়ণগঞ্জ‑৩ : মুফতি সিরাজুল ইসলাম
-
নারায়ণগঞ্জ‑৪ : ইলিয়াস আহমদ
-
নারায়ণগঞ্জ‑5 : এবিএম সিরাজুল মামুন
-
-
রাজবাড়ী
-
রাজবাড়ী‑২ : অধ্যাপক কাজী মিনহাজুল আলম
-
-
গোপালগঞ্জ
-
গোপালগঞ্জ‑১ : মাওলানা কাজী রফিকুর রহমান
-
গোপালগঞ্জ‑২ : জিএম মনিরুজ্জামান মিন্টু
-
গোপালগঞ্জ‑৩ : মাওলানা আলী আহমদ
-
-
মাদারীপুর
-
মাদারীপুর‑৩ : মনির হোসেন আকঞ্জি
-
-
শরীয়তপুর
-
শরীয়তপুর‑১ : মো. মিজানুর রহমান
-
শরীয়তপুর‑২ : দেলাওয়ার হোসাইন
-
শরীয়তপুর‑৩ : মাওলানা ইউসুফ ইসলাম
-
সভায় ঢাকা বিভাগের প্রতিটি আসনের সাংগঠনিক অগ্রগতি, স্থানীয় তৎপরতা ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়। বক্তারা সংশ্লিষ্ট নেতাকর্মীদের সংগঠন আরও শক্তিশালী করে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
No comments