নায়কের মুখের দুর্গন্ধে শুটিংয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বিপাশা বসু
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১২ সালের সিনেমা ‘জোরি ব্রেকার’-এর শুটিংয়ের সময় ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা বলিউডপ্রেমীদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে।
সিনেমাটিতে বিপাশার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। একটি চুম্বন দৃশ্য নিয়ে বলতে গিয়ে বিপাশা জানান, “আমি শুরুতে দৃশ্যটি করতে একটু দ্বিধায় ছিলাম, কারণ মাধবনের স্ত্রী আমার ভালো বন্ধু। কিন্তু পরিচালক বারবার অনুরোধ করার পর আমি রাজি হই।”
তবে দৃশ্যটির শুটিং শেষ হতেই অস্বস্তিকর একটি পরিস্থিতির মুখোমুখি হন তিনি। বিপাশা বলেন, “দৃশ্যটি শেষ করেই আমি সোজা নিজের ঘরে চলে যাই। গা গুলাচ্ছিল, অস্বস্তি লাগছিল। পরে শুনি, মাধবন শুটিংয়ের আগে পেঁয়াজ দেওয়া কিছু খেয়েছিলেন।”
তবে এ ঘটনাটি তাদের বন্ধুত্বে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন বিপাশা। তিনি বলেন, “এই ঘটনা নিয়ে আমাদের মধ্যে কোনো রাগ বা দূরত্ব তৈরি হয়নি। আমরা এখনো নিয়মিত যোগাযোগ রাখি। আমি এটাকে একদম স্বাভাবিক একটি পরিস্থিতি হিসেবেই নিয়েছি।
No comments