এবার রাজপথে নামলে কাউকেই ক্ষমা করা হবে না
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অভ্যুত্থানের পরও যদি কাঙ্ক্ষিত পরিবর্তন না আসে, তাহলে মানুষ আবার রাজপথে নামবে—আর এবার কাউকে ক্ষমা করা হবে না।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এনসিপির কার্যালয়ে দফায় দফায় হামলা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আওয়ামী সন্ত্রাসীরা অনলাইনে আস্ফালন করছে এবং এখনো দেশের ভেতরেই লুকিয়ে আছে। সংস্কার ঠেকাতে তারাই এসব হামলার পেছনে রয়েছে।”
তিনি অভিযোগ করেন, “অনেকেই পুরনো রাজনীতির ধারা টিকিয়ে রাখতে চায়। নেতৃত্ব বদল হলেও কাঠামো বদলায়নি। কেউ কেউ সেই পুরনো কাঠামো ধরে রেখেই ক্ষমতায় যেতে চায়। এ কারণেই সংস্কার কাজে বাধা আসছে।”
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এনসিপি দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে। এই উপলক্ষে বৃহস্পতিবার নীলফামারী জেলায় অবস্থান করছেন দলের কেন্দ্রীয় নেতারা।
No comments