বিয়ের মাত্র ১১ দিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পর্তুগিজ তারকা ফুটবলারের
মাত্র ১১ দিন আগে জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্তে পা রেখেছিলেন দিয়েগো জোতা। দীর্ঘদিনের প্রেমিকা ও তিন সন্তানের জননী রুট কারডোসোকে বিয়ে করে লিখেছিলেন—‘জীবনের নতুন অধ্যায়’। বিয়ের ছবির ক্যাপশনে দিয়েছিলেন প্রতিজ্ঞাবদ্ধ শব্দ—‘হ্যাঁ, চিরদিনের জন্য’। অথচ সেই চিরদিন আর হলো না।
ফুটবলবিশ্বে শোকের ছায়া নামিয়ে ২৮ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা স্ট্রাইকার দিয়েগো জোতা। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন। স্পেনের জামোরায় এ-৫২ মহাসড়কের ৬৫তম কিলোমিটারে তাঁদের গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং তাতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।
জোতা ও রুটের বিয়ের দিন ছিল ২২ জুন ২০২৫। বিয়ের ছবিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ধরা দেওয়া জোতার সেই ছবিগুলো এখন সামাজিক মাধ্যমে দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারছেন না। মাত্র ক’দিন আগেই জীবনের নতুন যাত্রা শুরু করেছিলেন, অথচ বিদায় নিতে হলো এত তাড়াতাড়ি—চিরদিনের জন্য।
মাঠের বাইরে দিয়েগো জোতা ছিলেন নম্র, ভদ্র ও সাদামাটা একজন মানুষ। ভিডিও গেমের প্রতিও ছিল তার গভীর আগ্রহ। করোনাকালে প্রিমিয়ার লিগ আয়োজিত ফিফা টুর্নামেন্টে অংশ নিয়ে সাবেক সতীর্থ ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফিফা ২১ চ্যাম্পিয়নস লিডারবোর্ডে বিশ্বের এক নম্বর গেমার হয়েও রেকর্ড গড়েছিলেন।
তিনি নিয়মিত টুইচে গেম স্ট্রিম করতেন এবং গেমিং কমিউনিটির সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন।
দিয়েগো জোতার অকালপ্রয়াণে শোকাহত লিভারপুল ক্লাবসহ বিশ্বের অসংখ্য ফুটবল ক্লাব, সতীর্থ এবং কোটি কোটি ভক্ত। মাঠে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি তার ব্যক্তিত্ব, ব্যবহার এবং মানবিক আচরণ সবাইকে মুগ্ধ করেছিল।
‘হ্যাঁ, চিরদিনের জন্য’ বলা সেই হাস্যোজ্জ্বল মুখটি আর ফিরবে না। কিন্তু দিয়েগো জোতা তার হাসি, বিনয়, ভালোবাসা আর ফুটবল মাঠে দেখানো ঝলকের মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকাল।
No comments