চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে জখম
চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ী জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নুর রহমানকে (৬৮) কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আহত খতিবের ছেলে আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. বিল্লাল হোসেনকে (৫০) একমাত্র আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, আসামি বিল্লাল হোসেন আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এবং দণ্ডবিধির ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে ত্রাস সৃষ্টি ও হত্যাচেষ্টার মাধ্যমে গুরুতর জখম করেন।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। নামাজ শেষে অধিকাংশ মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেলে বেলা ১টা ৫৫ মিনিটের দিকে আসামি চাপাতি দিয়ে খতিব নুর রহমানকে ঘাড়ে কোপ মারেন। কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর ডান কান ও কানের পেছনে ঘাড়ে পড়ে গুরুতর জখম হয়। এ সময় তাঁর ১৫টি সেলাই লাগে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, খতিব আ ন ম নুর রহমান দীর্ঘদিন ধরে ওই মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতি শুক্রবার জুমার খুতবায় তাঁর দেওয়া বক্তব্য নিয়ে আসামির আপত্তি ছিল। ঘটনার দিনও খতিব বাংলায় বক্তব্য শুরু করলে বিল্লাল আপত্তি তোলেন। মুসল্লিরা তাকে কথা বলতে না দিলে তিনি পূর্বপরিকল্পিতভাবে জায়নামাজের মধ্যে লুকানো ধারালো চাপাতি বের করে হামলা চালান।
খতিবের চিৎকারে উপস্থিত মুসল্লিরা দৌড়ে গিয়ে তাঁকে রক্ষা করেন এবং আসামিকে অস্ত্রসহ ধরে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। মসজিদের ইমাম ও মুসল্লিরা গুরুতর আহত নুর রহমানকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করেন।
আহতের ছোট ছেলে রায়হান রাহি জানান, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং আগের চেয়ে কিছুটা সুস্থ আছেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনার পর বিল্লাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
No comments