Header Ads

সোহাগ হত্যার ভিডিও প্রকাশ না হওয়া পর্যন্ত সরকার কী করেছে—প্রশ্ন রুমিন ফারহানার

                             

সোহাগ হত্যার ভিডিও প্রকাশ না হওয়া পর্যন্ত সরকার কী করেছে—প্রশ্ন রুমিন ফারহানার




 বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “সোহাগ হত্যাকাণ্ড নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। আমি যদি প্রশ্ন করি—১০০ মিটারের মধ্যে থাকা আনসার ক্যাম্প কী করেছিল? পুলিশ কী করেছিল? ভিডিও প্রকাশ না হওয়া পর্যন্ত সরকার কী করেছিল? এ প্রশ্নগুলোর জবাব সরকারকে দিতেই হবে।

শনিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ছাত্র, শ্রমিক ও জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি—বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুমিন বলেন, চেয়ারে বসে থাকা নিশ্চয়ই আনন্দের। সেটা আমরা বুঝি। কিন্তু চেয়ারের সুবিধা নিতে হলে তার দায়ও নিতে হবে।

তিনি আরও বলেন, “এই দেশের মানুষ শুধু ন্যূনতম নিরাপত্তা চায়। বেশি কিছু না। অথচ গত ৯ মাসে আমরা কী দেখলাম? দেশে এক নতুন সংস্কৃতি গড়ে উঠেছে—মবোক্রেসি। ২০-৩০ জন মানুষ দলবেঁধে একজন মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। কারণ হতে পারে—ব্যবসায়িক দ্বন্দ্ব, মতের অমিল কিংবা রাজনৈতিক বিরোধ। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, এর পেছনে অর্থনৈতিক কারণও রয়েছে। অর্থাৎ, টাকা দিয়ে ১০-২০ জনকে ভাড়া করে মব তৈরি করা হচ্ছে।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “যেটুকু বিষয়ে জাতীয় ঐকমত্য হয়েছে, সেটাই যথেষ্ট। বাকি সিদ্ধান্ত এই দেশের ১৮ কোটি মানুষকে নিতে দিন—যারা এই দেশে জন্মেছে, এখানেই থাকবে এবং এখানেই মরবে।

No comments

Powered by Blogger.