Header Ads

১৮৭৪ কোটি টাকার কর ফাঁকির সন্ধান পেয়েছে এনবিআর

   
                   

১৮৭৪ কোটি টাকার কর ফাঁকির সন্ধান পেয়েছে এনবিআর



মাত্র সাত মাসে রাজস্ব ফাঁকির একটি বড় চিত্র প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সময়ে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ হাজার ৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পাওয়া গেছে।

এর মধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ইতোমধ্যে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সোমবার (১৪ জুলাই) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সাত মাসে গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকির প্রাথমিক তদন্তে ১ হাজার ৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটন করা হয়েছে। এর মধ্যে ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ২৩১টি চালানের মাধ্যমে ১১৭ কোটি ৪৩ লাখ টাকা উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এছাড়া, সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্যের ভিত্তিতে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাজস্ব খাতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের এ কার্যক্রম নৈতিকতা, প্রযুক্তি ও আইনগত দিক থেকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই ইউনিটের সফলতা প্রমাণ করে, তারা শুধু রাজস্ব আদায় নয়, বরং করদাতাদের আইন মেনে চলার প্রবণতা বাড়াতেও এবং একটি সুশৃঙ্খল কর সংস্কৃতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখযোগ্যভাবে, এনবিআরের অধীনে আয়কর বিভাগের পাশাপাশি ভ্যাট ও শুল্ক বিভাগেও পৃথক গোয়েন্দা ইউনিট রয়েছে। এ ছাড়া গোয়েন্দা কার্যক্রমগুলো সমন্বিতভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) নামেও একটি স্বতন্ত্র ইউনিট কাজ করছে।

No comments

Powered by Blogger.