Header Ads

রাষ্ট্রের ভেতরে-বাইরে গভীর ষড়যন্ত্র, টার্গেটে তারেক রহমান

 
                        

রাষ্ট্রের ভেতরে-বাইরে গভীর ষড়যন্ত্র, টার্গেটে তারেক রহমান




বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রাষ্ট্রের ভেতর এবং বাইরের গভীর চক্রান্তের কেন্দ্রবিন্দুতে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতেই তারেক রহমানকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং একের পর এক অপপ্রচার ও হামলা চালানো হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করা হয় ‘তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠনের অপপ্রচার ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে’।

রিজভী বলেন, “তারেক রহমান টার্গেট হচ্ছেন কারণ তিনি হাজার মাইল দূর থেকেও দেশের মানুষকে সংগঠিত করছেন। গ্রাম থেকে শহর, শহর থেকে জাতীয় পর্যায়ে তিনি শক্তিশালী সংগঠন গড়ে তুলেছেন। তাই কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে তার প্রতি তীব্র প্রতিহিংসা তৈরি হয়েছে। অথচ তিনি কখনো কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেননি।”

তিনি আরও অভিযোগ করেন, “বিভিন্ন ইসলামি সংগঠন উদ্দেশ্যমূলকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে। ফেসবুকে ভুয়া কন্টেন্ট ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারী ধর্ষণের ঘটনায় মিথ্যা প্রচার চালিয়ে যুবদলকে জড়ানো হয়েছে। অথচ ভুক্তভোগীর স্বামী নিজেই বলেছেন, এতে বিএনপির কেউ জড়িত ছিল না। বরং এতে স্থানীয় এক উপদেষ্টার লোকজনের সম্পৃক্ততা ছিল।”

রিজভী বলেন, “গণতন্ত্রের বিরুদ্ধে যত অপপ্রচার-ষড়যন্ত্র চলছে, আমরা সব মোকাবিলা করব। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে। শাসকগোষ্ঠী এখন জনগণকেই ভয় পাচ্ছে। যদি জনগণ তাদের পক্ষে থাকত, তাহলে তারা নির্বাচন পেছানোর কথা বলত না বা পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধি) ব্যবস্থার ধোঁয়া তুলত না। তারা শুধু ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।”

তিনি আরও দাবি করেন, “লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের যৌথ বৈঠক ও বিবৃতির পরই পিআর নির্বাচনের কথা সামনে এসেছে। এটি যে উদ্দেশ্যপ্রণোদিত, এখন তা স্পষ্ট।”

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। বৃষ্টির মধ্যেই সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং ড্যাবের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ।

No comments

Powered by Blogger.