স্বামীকে হত্যা করে উঠানে পুঁতে রাখলেন স্ত্রী
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে এক নারী স্বামীকে খুন করে বাড়ির ভেতরে পুঁতে রাখার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাবিয়াল রহমান (৩৮)। অভিযুক্ত স্ত্রী রহিমা খাতুনের (৩৮) দাবি, পারিবারিক ঝগড়ার সময় স্বামীকে হত্যা করেছেন তিনি।
ঘটনাটি ঘটে গত ২৬ জুন, গুয়াহাটির পান্ডু এলাকার জয়মতীনগরে। পুলিশ জানিয়েছে, ঝগড়ার সময় দুজনের মধ্যে হাতাহাতি হয়। সাবিয়াল ছিলেন মাতাল অবস্থায়। একপর্যায়ে গুরুতর আঘাতে মারা যান তিনি। এরপর রহিমা বাড়ির ভেতরে প্রায় পাঁচ ফুট গভীর একটি গর্ত খুঁড়ে মরদেহ সেখানে পুঁতে রাখেন।
প্রায় ১৫ বছর আগে রহিমা ও সাবিয়ালের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে। ঘটনার পর রহিমা প্রতিবেশীদের বলেন, সাবিয়াল কেরালায় কাজে গেছেন। কিন্তু সন্দেহ দেখা দিলে তিনি জানান, তিনি অসুস্থ ও চিকিৎসার জন্য যাচ্ছেন। এরপর তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান।
১২ জুলাই সাবিয়ালের ভাই থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। পরদিন, ১৩ জুলাই রহিমা নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তিনি খুনের কথা স্বীকার করে বলেন, ঝগড়ার সময় স্বামীকে হত্যা করেছেন এবং মরদেহ বাড়ির ভেতরে পুঁতে রেখেছেন।
পুলিশ রহিমাকে নিয়ে বাড়িতে গেলে ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক দলের উপস্থিতিতে সাবিয়ালের মরদেহ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
গুয়াহাটি পুলিশের একজন কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে। পুলিশের ধারণা, একা একজন নারীর পক্ষে এত বড় গর্ত খোঁড়া কঠিন। তদন্তকারীরা মনে করছেন, রহিমাকে হয়তো কেউ সহযোগিতা করেছে। সেই বিষয়ে অনুসন্ধান চলছে।
আরও জানতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। রহিমাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
No comments