ভোলায় ফের ধর্ষণকাণ্ড, অভিযুক্ত দুই বিএনপি কর্মী
ভোলার তজুমদ্দিন উপজেলায় আবারও এক নারী ধর্ষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপির দুই কর্মীর বিরুদ্ধে। রোববার (৬ জুলাই) ওই নারী তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত দুই বিএনপি কর্মী হলেন—চাঁচড়া ইউনিয়নের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারের অনুসারী রাসেল ও গিয়াস উদ্দিন।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘটনার সময় তার মা ছিলেন নানার বাড়িতে। তিনি নিজে ছিলেন ঘরে, সন্তানকে নিয়ে। রাতের সময় বাথরুমে গেলে বের হওয়ার সময় রাসেল ও গিয়াস উদ্দিন তার মুখ চেপে ধরে। এরপর গিয়াস উদ্দিন তাকে ধর্ষণ করে, আর রাসেল মোবাইলে ভিডিও ধারণ করে। পরে রাসেলও তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দেন এবং ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেন।
তিনি আরও বলেন, “লজ্জা ও মানসম্মানের কথা ভেবে প্রথমে কাউকে কিছু বলিনি। কিন্তু এরপর থেকে রাসেল ও গিয়াস উদ্দিন রাস্তাঘাটে ইশারা-ইঙ্গিতে হুমকি দিতে থাকে। বলে, ‘তুই যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার না করিস, তাহলে তোর ভাইকে গাঁজা দিয়ে ধরিয়ে দেব, তোর ভিডিও ফেসবুকে ছেড়ে দেব, তোকে মেরে ফেলব।’ আমি এখন খুবই আতঙ্কে আছি। আমি বিচার চাই।”
স্থানীয়রা জানান, সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ঘটনার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
অভিযুক্ত গিয়াস উদ্দিন ও রাসেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
ওসি মো. মহব্বত আলী বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুন রাতে থেকে ২৯ জুন দুপুরের মধ্যে তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাওলানাকান্দি এলাকায় বিএনপির শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ৩০ জুন ওই নারীর স্বামী তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।
No comments