চাঁদা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াত নেতা বহিষ্কার
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা জামায়াতের নেতা আনিছুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আনিছুর রহমান জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজিবপুর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আনিছুর রহমান ভুয়া স্কুল চালু করে ২১টি পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং এক ব্যবসায়ী বাবুর কাছ থেকে মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছেন—এমন অভিযোগ উঠে আসে। এসব তথ্য সংগঠনের দায়িত্বশীলদের নজরে আসে।
সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিজুর রহমান বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়াতে পারেন না। তাই আনিছুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা জামায়াত আমিরের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
No comments