দ্রুত নির্বাচন দিলেই দেশে শান্তি ফিরে আসবে : মির্জা আব্বাস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আমরা আপনাদের সহযোগিতা করছি। দ্রুত নির্বাচন দিন, দেশে শান্তি ফিরবে। না দিলে আমরা মনে করব, দেশকে অশান্ত করার প্রক্রিয়ায় আপনারাও জড়িত।
শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের’ স্মরণে আয়োজিত মৌন মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস অভিযোগ করেন, “বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু বিএনপির একজন নেতাকর্মীও জীবিত থাকলে তারা সফল হবে না। আমাদের নেতাকর্মীরা জেল-আন্দোলনে অভ্যস্ত। জীবন ও যৌবনের অর্ধেক সময় আমরা রাজপথে ও কারাগারে কাটিয়েছি।”
তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “শহীদদের নিয়ে এখন ব্যবসা-বাণিজ্য চলছে। তারা যদি বেঁচে থাকতেন, লজ্জা পেতেন। তারা দেশের জন্য জীবন দিয়েছিলেন, কোনো দল বা ব্যক্তির জন্য নয়। কিন্তু এখন কিছু দল শহীদদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে।”
আন্দোলন নিয়ে হঠাৎ আবেগ দেখানো নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, “কিছু হলেই বলেন আন্দোলনের শহীদ, আন্দোলনের শহীদ! আরে ভাই, জুলাই আন্দোলনের শহীদদের সম্মান দেখান। তারা দেশের মানুষকে মুক্ত করার জন্য জীবন দিয়েছিলেন।”
মির্জা আব্বাস আরও বলেন, “আমরা সংগ্রাম করেছি, জেলে গিয়েছি, কিন্তু কখনো এর বিনিময়ে কিছু চাইনি। কিন্তু এখন কিছু দল জুলাই আন্দোলনের ভিত্তিতে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কেউ কেউ আবার এসব বিক্রি করে খাচ্ছে।”
তিনি বলেন, “বিএনপিকে অনেকে আওয়ামী লীগের সমতুল্য বানাতে চাচ্ছেন। এসব তুলনা করা থেকে বিরত থাকুন। বাজে মন্তব্য করবেন না, যা মানুষের রক্ত গরম করে দেয়।”
এদিকে, একই দিন রাজধানীর পল্লবীর মিরপুরে আয়োজিত মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান, তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দিতে চায়। এই পিআর পদ্ধতি মানুষ বোঝে না, মাথায় দেয় না, খায়ও না।”
তিনি বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে আমাদের ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে। কেউ কেউ নতুন বাক্যবাজ হয়ে ক্ষমতার স্বপ্ন দেখছেন—এটা মন্দ নয়। কিন্তু কেউ যদি নির্বাচনের সময় পিছিয়ে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তবে তারা আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়।”
শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি প্রসঙ্গে তিনি বলেন, “একটি মহল আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা করছে। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ইতোমধ্যে হয়েছে, দাফনও হয়েছে দিল্লিতে।”
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “এই জুলাইয়ের মধ্যেই যদি ‘জুলাই সনদ’ না আসে, তবে ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারকে এর দায় নিতে হবে।
No comments