৫ রানে ৭ উইকেট! শ্রীলঙ্কার বিপক্ষে ধস নামলো বাংলাদেশের ইনিংসে
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সূচনা করেছিল বাংলাদেশ। এক উইকেটে দলীয় শত রান পূর্ণ করে মনে হচ্ছিল, বড় সংগ্রহের পথে এগোচ্ছে দল। কিন্তু হঠাৎ করেই ম্যাচের চিত্র বদলে যায়। মাত্র ৫ রানের ব্যবধানে ধস নামে ব্যাটিং লাইনআপে—পড়ে যায় ৭টি গুরুত্বপূর্ণ উইকেট!
এক উইকেটে ১০০ রান থেকে বাংলাদেশের স্কোর নেমে আসে ৮ উইকেটে ১০৫ রানে। চোখের সামনে ঘটে যাওয়া এই বিপর্যয়ে হতবাক হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা।
ম্যাচের পরিস্থিতি অনুযায়ী, ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১০৪ রান। শ্রীলঙ্কার স্পিন আক্রমণ, ধারাবাহিক লাইন-লেংথ এবং চাপ প্রয়োগ করে যাওয়া বোলিং ছিল এই ধসের মূল কারণ।
শুরুর দিকে ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসানের জুটি কিছুটা স্বস্তি এনে দিলেও, পরবর্তী ব্যাটাররা কেউই সেভাবে টিকে থাকতে পারেননি। একের পর এক ভুল শট, রান আউট এবং এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে তারা সাজঘরে ফিরে যান।
এর আগে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের কার্যকর বোলিংয়ে শ্রীলঙ্কাকে আড়াইশ রানের আগেই অলআউট করে স্বপ্নময় শুরু এনে দেয় বাংলাদেশ। তবে ব্যাটিং ধস সেই স্বপ্নে ছায়া ফেলেছে।
এই মুহূর্তে ক্রিজে রয়েছেন জাকের আলী ও তানভির ইসলাম। বাংলাদেশের ইনিংস কতদূর এগোবে, এখন সেটাই দেখার অপেক্ষা।
No comments