শেখ হাসিনার প্রতি ভারতের সংবাদমাধ্যমের দৃষ্টিভঙ্গির পরিবর্তন
বাংলাদেশে ‘জুলাই বিপ্লব’-এর পর ভারতীয় সংবাদমাধ্যমে ঢাকা বিষয়ক আগ্রহ হঠাৎ করেই বেড়ে যায়। আগে যেখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বা রাজনৈতিক ভাষ্য ছাড়া তেমন কিছুই ভারতের গণমাধ্যমে উঠে আসত না, সেখানে ৫ আগস্টের ঘটনার পর দৃশ্যপট বদলে যায়।
এরপর থেকে বাংলাদেশ নিয়ে শত শত প্রতিবেদন প্রকাশ করতে থাকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে এসব প্রতিবেদনের ধরন ও ভাষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় গণমাধ্যম কীভাবে প্রতিবেদন করছে—সে দিকেই সবার নজর।
এই প্রসঙ্গে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ভারতীয় সংবাদমাধ্যমে শেখ হাসিনাকে উপস্থাপনের ধরনে গত পাঁচ মাসে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
ফয়সাল মাহমুদ জানান, প্রথম দিকে ভারতীয় গণমাধ্যমগুলো শেখ হাসিনাকে “প্রাক্তন প্রধানমন্ত্রী” হিসেবে উল্লেখ করত। এরপর তারা “অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী” বলার ধারা গ্রহণ করে। আর এখন—টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমসের মতো শীর্ষস্থানীয় চারটি সংবাদপত্র ধীরে ধীরে শেখ হাসিনাকে “পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী” হিসেবে বর্ণনা করা শুরু করেছে।
পোস্টের শেষে ফয়সাল মাহমুদ মন্তব্য করেন, এই পরিবর্তনের ধারাকে তিনি “খারাপ নয়” বলে মনে করেন।
No comments