Header Ads

ইরান সৌদিকে লিখিত বার্তা দিল

           

ইরান সৌদিকে লিখিত বার্তা দিল



সৌদি আরবের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছে ইরান, যাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ জুলাই) ইরানের মেহের নিউজ এক প্রতিবেদনে জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির পাঠানো বার্তাটি পেয়েছেন।

বার্তাটিতে পারস্পরিক সম্পর্ক জোরদার, সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোকপাত করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) রিয়াদে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরিজি ইরানের রাষ্ট্রদূত আলিরেজা ইনায়াতির সঙ্গে এক বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বার্তাটি গ্রহণ করেন। বৈঠকে উভয় দেশের কর্মকর্তারা সৌদি-ইরান সম্পর্ক, পারস্পরিক স্বার্থ ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ ইরানের নবনিযুক্ত সামরিক বাহিনী প্রধান আবদুর রহিম মুসাভির সঙ্গে এক ফোনালাপে অংশ নেন। মেহের নিউজ ও সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, এই ফোনালাপের উদ্যোগ নেন মুসাভি। এতে তারা প্রতিরক্ষা সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে একে অন্যকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করলেও সাম্প্রতিক বছরগুলোতে চীনের মধ্যস্থতায় দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে ইরান ও সৌদি আরব। বর্তমানে সম্পর্ক অনেকটাই স্থিতিশীল অবস্থানে রয়েছে।

সম্প্রতি ইসরায়েল-ইরান সংঘাতে সৌদি আরব ইসরায়েলের হামলার নিন্দা জানায়। ১৩ জুন শুরু হওয়া এই সংঘর্ষের শুরুর দিকেই ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেইন বাকেরি নিহত হন। পরে আবদুর রহিম মুসাভিকে ওই পদে নিযুক্ত করা হয়।

No comments

Powered by Blogger.