বেনজীরের বাসার ব্যবহৃত সামগ্রী নিলামে উঠছে
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত একটি নিলাম কমিটি গঠন করেছেন।
বুধবার (২৩ জুলাই) এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র তথ্য জানিয়েছে।
নিলাম কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু দিনের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে বেনজীর আহমেদ ও তার পরিবারের ব্যবহৃত এসব জিনিসপত্র নিলামে তোলা হবে। কমিটি ইতোমধ্যে নিলাম প্রক্রিয়ার নীতিমালা নির্ধারণ করেছে এবং তা বাস্তবায়নের প্রস্তুতিও নিয়েছে।
এদিকে, ওই ফ্ল্যাটে জব্দ করা সম্পদের তালিকা প্রকাশ পেয়েছে। বেনজীরের গুলশানের এই ডুপ্লেক্স ফ্ল্যাটে মোট ২৪৬ প্রকারের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
তালিকায় রয়েছে—১২২টি শার্ট, ২৬৬টি প্যান্ট, ৩০টি ব্লেজার, ৮টি স্যুট, ৭২২টি টি-শার্ট, ২২৪টি পাঞ্জাবি, ৪৭টি পায়জামা, ৮৮ জোড়া স্যান্ডেল, ৩৫ জোড়া কেডস, ৩৮ জোড়া জুতা, ৪৯৪টি শাড়ি, ২৫০টি থ্রি-পিস, ৪৯৬টি সালোয়ার-কামিজ, ৬৫টি ব্লাউজ, ২১২টি জামা, ৫৬টি জ্যাকেট, ১০৯টি বেডশিট, ৭৫টি লেডিস ভ্যানিটি ব্যাগ, ৬২২টি লেডিস টপস, ১১টি পুরুষের সোয়েটার, ৩৪টি লেডিস সোয়েটার, ৩৫৫টি লেডিস প্যান্ট, ২৮টি লেডিস টি-শার্ট, ৫৮টি নাইট ড্রেস, ৩৪৭টি ওড়না, ৮৯টি শাল-চাদর, ১৩২টি শীতের পোশাক, ১৬টি লেহেঙ্গা, ৩৪টি সানগ্লাস এবং ৬৭টি ট্রাউজার।
তালিকায় আরও আছে—সেন্ট ও পারফিউমসহ ড্রয়িং রুম, বৈঠকখানা, থিয়েটার রুম, করিডোর, রান্নাঘর, মাস্টার বেডরুমসহ অন্যান্য বেডরুমের বিভিন্ন ব্যবহার্য সামগ্রী।
সূত্র জানায়, গুলশানের র্যানকন টাওয়ারে চারটি বিলাসবহুল ফ্ল্যাট একত্র করে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট তৈরি করেন বেনজীর ও তার স্ত্রী। সেখানে ছিল সুইমিংপুল, মিনি থিয়েটার রুম, অতিথি বিনোদন কক্ষসহ আধুনিক ও অভিজাত নানা সুযোগ-সুবিধা।
দুদকের অনুসন্ধান টিম জানায়, ওই ফ্ল্যাটে মোট ১৯টি ফ্রিজ রয়েছে। এসির ক্ষমতা মিলিয়ে ১০০ টন। সুইমিংপুলে রয়েছে আধুনিক যন্ত্রপাতি। এছাড়া নানা ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র যেমন খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, চেয়ার, আলমারি ও ওয়্যারড্রোব ইত্যাদি আপাতত নিলামের বাইরে রাখা হয়েছে। এসব বিষয়ে আদালতের পরবর্তী নির্দেশনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।


No comments