মানুষ যখন জাগবে, তখনই বদলাবে ইতিহাস : তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মহাসচিব ডা. তাসনিম জারা বলেছেন, "দেশটি যেন সব নাগরিকের সমান অধিকারে পরিপূর্ণ হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু ক্ষমতার পটপরিবর্তনে সীমাবদ্ধ থাকলে চলবে না, প্রয়োজন আসল সংস্কার। এর জন্য আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আশা করি, ময়মনসিংহবাসী আমাদের সঙ্গে থাকবে। মানুষ যখন জাগে, তখনই ইতিহাস বদলায়।"
সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "আপনার সন্তানেরা যেসব কারণে রাস্তায় নেমেছিল, গুলি আর পুলিশের ভয় উপেক্ষা করেছিল—আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই সংস্কার বাস্তবায়ন। যেন শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন না ঘটে, বরং প্রকৃত সংস্কার হয়। রাষ্ট্র যেন কোনো বিশেষ দল, গোষ্ঠী বা পরিবারের নয়—সব নাগরিকের জন্য হয়। সব প্রতিষ্ঠান যেন জনগণের জন্য কাজ করে। এজন্য একটি নতুন সংবিধান প্রয়োজন, যেখানে রাষ্ট্র হবে বাংলাদেশের জনগণের।"
ডা. তাসনিম বলেন, "আমরা বিচার ও সংস্কারের যে দাবি নিয়ে এগোচ্ছি, তাতে আপনাদের পাশে চাই। আমরা এমন একটি সংবিধান আনতে চাই, যেখানে স্পষ্টভাবে বলা থাকবে—রাষ্ট্র হবে বাংলাদেশের নাগরিকদের জন্য।"
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারী এবং শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান।
এর আগে, বিকেল ৪টায় সভাস্থলের পাশের একটি হোটেলে এনসিপির নেতাকর্মীরা শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিকেল পৌনে ৫টার দিকে শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সভাস্থল ও আশপাশের এলাকায় প্রায় সাড়ে ৫০০ পুলিশ মোতায়েন করা হয়। র্যাব সদস্যরাও মাঠে অবস্থান নেন।


No comments