শনিবার স্কুল খোলার বিষয়ে যা জানা গেছে
আগামী আগস্ট থেকে শনিবারে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে—এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অনেক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। বিষয়টির সত্যতা জানতে অনুসন্ধান করেছে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম।
সোমবার দৈনিক শিক্ষাডটকমকে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
মাউশির উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী বলেন, “আমার কাছে এমন কোনো তথ্য নেই। আমি এখনো কিছু দেখিনি। এ নিয়ে কোনো আলোচনাও হয়নি। আমার জানা মতে, মন্ত্রণালয়েও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।”
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমান জানান, “সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা পরিপত্র বা আদেশ আকারে জারি হয়। এ ধরনের কোনো আদেশ আমি পাইনি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।”
উল্লেখ্য, চলতি বছরের ৭ মে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কেবল ঈদের আগে দুইটি শনিবার—১৭ ও ২৪ মে—নির্বাহী আদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। সেটি ছিল এককালীন নির্দেশনা। এর আগেও, ২০২৩ সালের ডিসেম্বরে একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা পরে ভুয়া প্রমাণিত হয়।
সুতরাং, ‘শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল’ সংক্রান্ত যে দাবি ছড়ানো হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি এখনো বহাল রয়েছে।


No comments