মেয়র না হয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক: উপদেষ্টা আসিফ
বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে না পেরে এখন উদ্দেশ্যমূলকভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (আজ) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
আসিফ মাহমুদ লিখেছেন, “মুরাদনগরের ট্রিপল মার্ডার কাণ্ডে সরাসরি জড়িত শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই শাহ জুন্নুন বুশরী। ওই ঘটনার পর তাকে সামাজিক মাধ্যমে উল্লাস করতেও দেখা গেছে। অথচ সেখানেও আমার নাম জড়ানো হয়েছে। গত তিন মাস ধরে আমি বা আমার পরিবারের কেউ মুরাদনগরে যাইনি। ভিকটিমের প্রাথমিক সাক্ষাৎকারেও (যার আর্কাইভ রয়েছে) আমাদের কোনো নাম ছিল না। কায়কোবাদ সাহেবের লোকেরা তাকে বুঝিয়ে এক মাস পর এসব বলাচ্ছে।”
তিনি আরও লেখেন, “সরকারি সিদ্ধান্ত এবং আদালতের জটিলতায় মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মেয়র হতে না পারায় ইশরাক ভাই কায়কোবাদ সাহেবের সঙ্গে হাত মিলিয়ে নিজের নিয়ন্ত্রণে থাকা একটি টিভি চ্যানেলের মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। ওই টিভিতে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার এক আসামিকে ভিকটিম বানিয়ে হাজির করা হয়েছে। সেলুকাস!”
আসিফ মাহমুদ দাবি করেন, “এই মাফিয়া ও সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমরা অসহায়। আমি মুরাদনগরে এমপি নির্বাচন করতে পারি—এই ভয়ে কায়কোবাদ পরিবার বেপরোয়া হয়ে উঠেছে। আমি বা আমার পরিবার দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে সন্ত্রাস ও চাঁদাবাজির হাত থেকে মুক্ত করতে কাজ করে যাচ্ছি। এমপি হওয়ার কোনো লালসা আমার নেই। শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছি, সেটাও আর সম্ভব হচ্ছে না মনে হয়। মাফিয়াদেরই জয় হচ্ছে।”
তিনি লেখেন, “মিডিয়া দখলে থাকলে সবকিছুই সম্ভব। থানা ভাঙচুরের আসামিরা, হত্যা মামলার অভিযুক্তরা ও হত্যাকাণ্ডের পর উল্লাসকারীরা এখন ভিকটিম। আর আমি হয়ে গেছি ভিলেন।”


No comments