Header Ads

বিমান দুর্ঘটনায় দগ্ধদের অধিকাংশই শিক্ষার্থী

   
         

বিমান দুর্ঘটনায় দগ্ধদের অধিকাংশই শিক্ষার্থী




রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এতে বহু শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। তাদের একে একে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) বিকেল ৩টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দগ্ধদের অধিকাংশই শিক্ষার্থী।

ভর্তিকৃতদের তালিকায় রয়েছেন: শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি, মেহেরিন (১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন (১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া, অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪) এবং সামিয়া।

এদিকে, ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম এখনও চলছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানান, দুপুর দেড়টার দিকে দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে অনেক অভিভাবক দ্রুত সেখানে ছুটে আসেন।

No comments

Powered by Blogger.