Header Ads

কমিটি ঘোষণার এক সপ্তাহের মধ্যেই এনসিপির ৬ নেতার পদত্যাগ

                            

কমিটি ঘোষণার এক সপ্তাহের মধ্যেই এনসিপির ৬ নেতার পদত্যাগ





সিলেটের গোয়াইনঘাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি নিয়ে অসন্তোষ বাড়ছে। নতুন উপজেলা কমিটি ঘোষণার সাত দিনের মধ্যেই পদত্যাগ করেছেন ছয় নেতা।

গত ১২ জুলাই এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়াইনঘাট উপজেলা এনসিপির ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটি ঘোষণার একদিন পর, ১৩ জুলাই সদস্য ফাহিম আহমদ এবং ১৪ জুলাই যুগ্ম সমন্বয়কারী নাদিম মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর রোববার (২০ জুলাই) আরও চার নেতা—যুগ্ম সমন্বয়কারী এনামুল হক মারুফ, সদস্য তরিকুল ইসলাম, কিবরিয়া আহমদ এবং কামরুল হাসান—প্রধান সমন্বয়কারী হাফিজ মো. আব্দুল হাফিজের কাছে পদত্যাগপত্র জমা দেন।

তারা পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও দলীয় সূত্র বলছে, এর পেছনে রয়েছে অভ্যন্তরীণ অসন্তোষ ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, এনামুল হক মারুফ উপজেলার আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের চাচাতো ভাই। ওই প্রভাবশালী নেতার চাপেই মারুফ পদত্যাগ করেছেন। আর কামরুল, তরিকুল ও কিবরিয়া—এই তিনজন একই বিকাশ এজেন্ট কোম্পানিতে চাকরি করেন। মারুফের মাধ্যমে তারা এনসিপির কমিটিতে অন্তর্ভুক্ত হন এবং একসঙ্গেই পদত্যাগ করেন।

এছাড়া, ফাহিম ও নাদিমের পদত্যাগের কারণও মূলত কাঙ্ক্ষিত পদ না পাওয়া বলেও দাবি করেছেন ওই নেতা।

এনসিপির প্রধান সমন্বয়কারী হাফিজ মো. আব্দুল হাফিজ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় প্রথমে ফাহিম ও নাদিম পদত্যাগ করেন। রোববার আরও চার নেতা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এদের মধ্যে একজন চাকরির অসুবিধার কথা উল্লেখ করেছেন।

No comments

Powered by Blogger.