Header Ads

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত ৭৯

                                       

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত ৭৯


             

গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এছাড়া, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার পরিচালিত স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি হামলায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এর আগে, শনিবার রাতভর গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি গোলাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ১১৫ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় খাদ্য সংকটে অনাহারে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি নতুন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।

এই মানবিক বিপর্যয়ে বিশ্বজুড়ে মুসলিম জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তিউনিসিয়া, ইরাক, তুরস্ক, মরক্কো, লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা গাজায় ইসরায়েলি অবরোধ ও গণহত্যার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮,৮৯৫ জন এবং আহত হয়েছেন প্রায় ১,৪০,৯৮০ জন।

অন্যদিকে, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হন ১,১৩৯ জন এবং ২০০ জনের বেশি লোককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

No comments

Powered by Blogger.