Header Ads

উত্তরায় বিমান বিধ্বস্তে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে

                       

উত্তরায় বিমান বিধ্বস্তে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে


 

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ১৯ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আকাশ জানিয়েছেন, এখন পর্যন্ত ১২০ জন অগ্নিদগ্ধ রোগী চিকিৎসা নিয়েছেন। এদের বেশিরভাগেরই দেহের ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। অধিকাংশ আহতের বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে।

এদিকে, এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বিমান বিধ্বস্তের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যোগ দেয়। দুপুর ১টা ২২ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে অভিযান শুরু করে। পাশাপাশি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি প্লাটুনও যুক্ত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে, উত্তরার দিয়াবাড়ী এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে। বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান সেখানে আছড়ে পড়ে। আঘাতের সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। জানা গেছে, বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং মাত্র ১২ মিনিট পর দুর্ঘটনায় পড়ে।

No comments

Powered by Blogger.