Header Ads

গোপনে পারমাণবিক অস্ত্র স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র

                                   

গোপনে পারমাণবিক অস্ত্র স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র




যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্যে স্থানান্তর করেছে। ফাঁস হওয়া একটি গোপন নথির বরাতে এমন তথ্য জানিয়েছে আল মায়াদিন টিভি। মঙ্গলবার (২৩ জুলাই) চ্যানেলটির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সাফোক কাউন্টির আরএএফ লেকেনহিথ সামরিক ঘাঁটিতে এসব অস্ত্র সরিয়ে নিয়েছে।

ডিক্লাসিফায়েড ইউকে ও নিউকওয়াচ ইউকের বরাত দিয়ে জানানো হয়, ১৭ জুলাই মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান লেকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে। এতে ২০টি বি৬১-১২ মডেলের পারমাণবিক বোমা ছিল, যেগুলোর প্রতিটির ধ্বংসক্ষমতা হিরোশিমায় ব্যবহৃত পারমাণবিক বোমার চেয়েও তিনগুণ বেশি।

নিউকওয়াচ ইউকের দাবি, এই পারমাণবিক অস্ত্র পরিবহন শুরু হয় ১৫ জুলাই। সি-১৭ বিমানটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস-ম্যাকচোর্ড ঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং নিউ মেক্সিকোর কির্টল্যান্ড বিমানঘাঁটিতে যাত্রাবিরতি করে। কির্টল্যান্ড হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। সেখানেই বিপজ্জনক পণ্য পরিবহনের জন্য নির্ধারিত এলাকায় বিমানটি রাখা হয় এবং কড়া নিরাপত্তা জারি করা হয়। এ সময় বিমানচালক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন যে তারা বিপজ্জনক সামগ্রী বহন করছেন।

পরবর্তীতে বিমানটি রাতে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয় এবং যাত্রাপথে দুটি কেসি-৪৬ ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নেয়। একই সময়ে আরও একটি সি-১৭ বিমান সম্ভাব্য বিকল্প হিসেবে যাত্রা করে এবং জার্মানির রামস্টেইন ঘাঁটি হয়ে লেকেনহিথে পৌঁছায়। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিমানটিতে পারমাণবিক জরুরি সরঞ্জাম বহন করা হয়েছে।

লেকেনহিথে পৌঁছানোর পর প্রধান বিমানটিকে 'ভিক্টর র‍্যাম্প' নামক বিশেষ বিপজ্জনক সামগ্রী হ্যান্ডলিং এলাকায় রাখা হয়। সেখানে মার্কিন সেনা, সশস্ত্র নিরাপত্তা বাহিনী, গোপন এজেন্ট ও ফায়ার টিম মোতায়েন ছিল। এরপর বিশেষ মেশিনের মাধ্যমে অস্ত্রগুলো সুরক্ষিত শেল্টারে সরিয়ে নেওয়া হয়।

ডিক্লাসিফায়েড ইউকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদিও এসব পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্যে রাখা হয়েছে, সেগুলোর ওপর নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। এমনকি ব্রিটিশ সরকারের অনুমোদন ছাড়াও এই অস্ত্র ব্যবহার করা যেতে পারে।

No comments

Powered by Blogger.