এই অবস্থায় নির্বাচন কীভাবে সম্ভব, কী নির্বাচন হবে: জামায়াত আমির
লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে হবে? আগে নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।’
শুক্রবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো সামনে এসেছে। আমরা আশা করি, মৌলিক বিষয়গুলোতে যদি কার্যকর সংস্কার হয়, তাহলে ইনশা আল্লাহ একটি ভালো নির্বাচন হবে। তবে এখানে “যদি”র কোনো সুযোগ নেই—সংস্কার করতেই হবে, ভালো নির্বাচনও করতেই হবে।’
‘মব–সন্ত্রাস’ সম্পর্কে জানতে চাইলে জামায়াত আমির বলেন, ‘মব তো ’৭২ সাল থেকেই বাংলাদেশে আছে এবং এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে। কিন্তু আমরা মবের ঘোর বিরোধী। জামায়াতে ইসলামীর কোনো কর্মী বা সমর্থক এসব ঘটনায় জড়িত নেই।’
মব নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদের লোক, তাদের আগে নিয়ন্ত্রণ করতে হবে। এরপর রাষ্ট্রের দায়িত্ব। শুধু রাষ্ট্রের ওপর দোষ চাপিয়ে লাভ নেই। রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে নিজেদের কর্মীদের সামলানোর।’
তিনি আরও বলেন, ‘মব নির্মূল করতে হবে। বিচার সবার জন্য এক এবং তা আদালতের মাধ্যমেই হতে হবে। বিচার কোনো ব্যক্তি বা দলের হাতে তুলে দেওয়া যাবে না।’
সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করেন, যেখানে তিনি দলের এক জনসভায় অংশ নেন।
No comments