Header Ads

আওয়ামী লীগ শুধু হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে

 
         

আওয়ামী লীগ শুধু হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে





বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভোট দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের জন্য ‘রিজার্ভ’ ছিল। তিনি বলেন, “হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেরাই বলেছেন—তারা শতভাগ না হলেও ৯৯ ভাগ নৌকায় ভোট দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগ সরকার কখনো তাদের কিছু দেয়নি। বরং আওয়ামী লীগ শুধু হিন্দুদের ব্যবহার করেছে।”

শুক্রবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আযম খান আরও বলেন, “আমরা সব ধর্মের উন্নয়ন ও স্বাধীনতায় বিশ্বাস করি। এটা আমাদের দলের মৌলিক নীতিমালা। আমরা যখনই ক্ষমতায় গিয়েছি, সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করেছি। কোনো ধর্মের মানুষ বলতে পারবে না, বিএনপি তাদের জন্য কিছু করেনি। গত ১৭ বছরে দেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর অনেক নির্যাতন ও হামলা হয়েছে।”

নির্বাচন নিয়ে বিভিন্ন দলের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “এখন কিছু রাজনৈতিক দল নির্বাচনে জনসমর্থন না পেয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছে। কেউ বলছে পিআর পদ্ধতি চাই, কেউ সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার কেউ বিচার চেয়ে নির্বাচন ঠেকাতে চায়। কিন্তু নির্বাচন পেছানোর মানে বাংলাদেশের অগ্রযাত্রা, শিল্পায়ন ও সমৃদ্ধিকে পেছনে ঠেলে দেওয়া।”

তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “আসুন, রাজনীতির মাঠে আসুন। গণতন্ত্রের পথে থাকুন।”

এ সময় সভায় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নিখিল কুমার রতন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ মোহন সরকার, সাধারণ সম্পাদক কৃষিবিদ স্বপন কুমার এবং হিন্দু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ভজন কুমার বিশ্বাস প্রমুখ।

No comments

Powered by Blogger.