Header Ads

আমরা লড়াই শেষ না করে কোনোভাবেই থামব না

                   

আমরা লড়াই শেষ না করে কোনোভাবেই থামব না


              

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। শুধু গোপালগঞ্জ নয়—বাংলাদেশের আরও অনেক জায়গায় আমাদের ওপর হামলা হতে পারে। কিন্তু এসব হামলা দিয়ে আমাদের দমন করা যাবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে মুজিববাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি, সেই লড়াই শেষ না করে থামব না।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টায় মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একসময় মুন্সীগঞ্জ ছিল উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র। অথচ আজ এখানকার স্বাস্থ্যসেবা চরম অব্যবস্থাপনার শিকার। ঢাকার এত কাছে থাকা সত্ত্বেও এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও দিন দিন সংকুচিত হচ্ছে। মুন্সীগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায়—বিক্রমপুর ও ইদ্রাকপুরের গৌরবময় ঐতিহ্য ধারণ করেই এই জেলায় সম্ভাবনার নতুন দ্বার খুলতে চায়।

তিনি আরও বলেন, মুন্সীগঞ্জে নদীভাঙন, অবৈধভাবে বালু উত্তোলনসহ অনেক সংকট রয়েছে। এখানকার প্রবাসীদের নিয়েও আমরা ভাবছি। হাজারো মানুষ এই জেলা থেকে বিদেশে কর্মরত। তাদের ভোটাধিকারের বিষয়টি নিয়ে আমরা সোচ্চার। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই তাদের পরিবার-পরিজনদের এই দাবিতে মুখ খুলতে হবে।

পথসভায় দেশের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে চলমান সংকটের চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে লড়াই করছি। মুন্সীগঞ্জের মানুষ সেই লড়াইয়ে আমাদের পাশে থাকবে—এই বিশ্বাস আমাদের আছে। আমরা প্রস্তুতি নিচ্ছি, আন্দোলনের মধ্য দিয়েই একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব।

পথসভায় আরও বক্তব্য রাখেন—দলের কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা ও সামান্তা শারমিন।

কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই শহরে এনসিপি কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল। পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

No comments

Powered by Blogger.