আওয়ামী লীগের তওবার দরজা বন্ধ : হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গোপালগঞ্জের হামলার ঘটনায় আওয়ামী লীগ তওবা করার শেষ সুযোগও হারিয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অনুষ্ঠিত জুলাই পদযাত্রা কর্মসূচির এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “আওয়ামী লীগের পতন হয়েছে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে। তারা যে তওবার সুযোগ পেতে পারত, গোপালগঞ্জে আমাদের ওপর হামলার পর সেই সুযোগও শেষ। মনে রাখতে হবে—কেয়ামতের পর তওবা কবুল হয় না। আওয়ামী লীগকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছিল।”
গোপালগঞ্জে হামলার প্রসঙ্গে তিনি আরও বলেন, “সেদিন আমাদের ওপর যে হামলা হয়েছে, যারা সেই হামলার পক্ষে কথা বলছে কিংবা হামলাকারীদের সমর্থন দিচ্ছে, তারা হয়তো আওয়ামী লীগের ডেড লিস্টে নেই। কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন মানেই আমাদের জন্য মৃত্যু পরোয়ানা। আপনি চাইলে ভদ্রতা দেখাতে পারেন, আমি পারব না।”
তিনি বলেন, “বাংলাদেশের রাজনীতি নতুনভাবে শুরু হবে সেই মুহূর্ত থেকে, যেদিন বাংলাদেশ হবে ‘উইথআউট আওয়ামী লীগ’। ওই মুহূর্ত থেকেই শুরু হবে দেশের নতুন রাজনৈতিক ধারার, অর্থনীতির ও উন্নয়নের পথচলা। আমরা ইতোমধ্যে সেই বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছি।”
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে, মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের দুই নম্বর গেট হয়ে চাষাঢ়ায় এসে শেষ হয়।
No comments