Header Ads

জানাজা নিয়ে আরব আমিরাতের নতুন নির্দেশনা জারি

                           

জানাজা নিয়ে আরব আমিরাতের নতুন নির্দেশনা জারি



 

সংযুক্ত আরব আমিরাত জানাজা ও দাফন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। দেশটি সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে এসব কার্যক্রম না করার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মকালের তীব্র গরমের কারণে ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও জাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তারা জনগণকে সকালে বা সন্ধ্যার সময় জানাজা ও দাফনের কাজ সম্পন্ন করার পরামর্শ দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র রোদের কারণে হিটস্ট্রোক ও হিট এক্সহস্টশনের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

তারা আরও বলেছে, মানবজীবনের সুরক্ষা ইসলাম ধর্মের অন্যতম মূল লক্ষ্য। এই নীতিকে গুরুত্ব দিয়েই আমিরাত সরকার সচেতনতামূলক পদক্ষেপ ও আইন বাস্তবায়ন করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই উদ্যোগটি গ্রীষ্মকালীন স্বাস্থ্যসেবা কর্মসূচির অংশ। গত ২৩ মে ঘোষণা দেওয়া হয় যে, মসজিদ ও পাবলিক স্কোয়ারে ছায়াযুক্ত নির্দিষ্ট এলাকা স্থাপন করা হবে। এর মাধ্যমে তীব্র গরম ও উচ্চ তাপমাত্রা থেকে মানুষ প্রয়োজনীয় সুরক্ষা পাবে।

উল্লেখ্য, আমিরাতে গ্রীষ্মকালের তাপমাত্রা শুধু অস্বস্তিকর নয়, তা বিপজ্জনকও হতে পারে। দীর্ঘ সময় গরমে থাকলে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, ত্বকের জ্বালা ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিতে পারে। তীব্র গরম ও আর্দ্রতার কারণে এসব ঝুঁকি আরও বাড়ে।

No comments

Powered by Blogger.