Header Ads

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কতা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

 
                                         

ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে রিজভীর সতর্কতা, বিভ্রান্ত না হওয়ার আহ্বান


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, একটি স্বার্থান্বেষী মহল তার জাল স্বাক্ষর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “আমি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের অবগত করছি যে, একটি কুচক্রী মহল আমার জাল স্বাক্ষর ব্যবহার করে ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসৎ উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, “উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে কোনোভাবেই পাঠানো হয়নি। এটি ভিত্তিহীন ও প্রতারণামূলক।”

রিজভী দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ভুয়া এই প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।”

এদিকে, বিমান দুর্ঘটনায় নিহত উত্তরার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী একই পরিবারের দুই সদস্য—নাজিয়া ও নাফির পরিবারের সঙ্গে দেখা করেছেন রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি রাজধানীর তুরাগ এলাকায় নিহতদের বাড়িতে যান।

সেখানে নিহত দুই শিশুর বাবা আশরাফুল আলম বিএনপি নেতাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি অনুরোধ করে বলেন, “আমার সন্তানের কবরে যেন দুই বছর পর আর কারও কবর না দেওয়া হয়।”

রিজভী আশ্বস্ত করে বলেন, “সন্তান হারানোর কষ্ট কোনোভাবেই সহনীয় নয়। তারেক রহমান শুরু থেকেই এই ঘটনা সম্পর্কে খোঁজখবর রাখছেন। কবরের বিষয়ে আপনাদের উদ্বেগ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব।”
সান্ত্বনাসূচক কণ্ঠে তিনি নিহত শিশুদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন।



No comments

Powered by Blogger.