Header Ads

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা

           

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা



বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই ফোনালাপ নিয়ে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সোমবার (৩০ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে কথা বলেছেন। তারা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে আলোচনা করেন এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এর আগে এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। প্রায় ১৫ মিনিট ধরে চলা এই আলাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ, যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন।

No comments

Powered by Blogger.