Header Ads

নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিলেন

                                                                      

নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দিলেন


বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) একটি অংশের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে যোগদানপত্র জমা দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁকে স্বাগত জানান।

আমীর খসরু বলেন, সেলিমের যোগদান লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, ২৭ নভেম্বর ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এ তথ্য আগে থেকেই জানিয়েছিল বিএনপি।

No comments

Powered by Blogger.