বাড়িভাড়া ভাতা বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের সরকারি আদেশ প্রকাশ করা হয়েছে
সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বাড়িয়ে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন শিক্ষক-কর্মচারী ভাতার আওতায় আসছেন। তাদের মধ্যে স্কুলের সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ২৬২ জন এবং কলেজের শিক্ষক-কর্মচারী ৮৭ হাজার ৮০৮ জন।
শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক সূত্র জানায়, খুব শিগগিরই সংশ্লিষ্ট শিক্ষকদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হবে। এর আগে বেতন অনুমোদনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়, অনুমোদন পাওয়ার পরই জিও জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের ১৯ হাজার ৮৫৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ১৭ হাজার ২০৩টি এবং কলেজ ২ হাজার ৬২৬টি) মোট ৩ লাখ ৮৫ হাজার ৭০ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী কর্মরত।
গত ২০ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়—চলতি মাস থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) হারে বাড়িভাড়া ভাতা কার্যকর হবে এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ যোগ হয়ে ভাতা মোট ১৫ শতাংশে উন্নীত হবে।
নির্দেশনায় কিছু শর্তও রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে—পরবর্তী বেতনস্কেল ঘোষিত হলে সুবিধা সমন্বয় করা, নিয়োগ অবশ্যই বিদ্যমান এমপিও নীতিমালা অনুযায়ী হতে হবে, বাড়িভাড়া বৃদ্ধির কারণে কোনো বকেয়া দেওয়া হবে না এবং ভাতা প্রদানে সব ধরনের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মানতে হবে। এছাড়া ব্যয়ে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।


No comments