Header Ads

জামায়াতের নেতৃত্বে গঠিত চূড়ান্ত জোটে যেসব দল থাকছে

                                                             

জামায়াতের নেতৃত্বে গঠিত চূড়ান্ত জোটে যেসব দল থাকছে



জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে এলডিপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এবি পার্টি। রোববার বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ৮ দলীয় জোটে তাদের অন্তর্ভুক্তির ঘোষণা আসতে পারে।

জোটের কাঠামো অপরিবর্তিত থাকছে বলে জানা গেছে। এনসিপি অন্তত ৩০টি আসনের শর্তে জোটে যোগ দিচ্ছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের (হাতপাখা) জন্য নির্ধারিত আসন সংখ্যাও এনসিপির কাছাকাছি থাকছে। এর আগে তারা ১২০টি আসন না পেলে জোট ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিল।

এলডিপির সভাপতি অলি আহমদকে ছয়টি আসন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবি পার্টির ক্ষেত্রে আসন সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি, তবে তিন থেকে চারটির বেশি হওয়ার সম্ভাবনা কম।

এদিকে জামায়াতে ইসলামী কয়েকটি আসনে নিজেদের দলীয় প্রার্থী পরিবর্তন করে নতুন যোগ দেওয়া দলগুলোর পাশাপাশি কিছু বিশিষ্ট ব্যক্তিকে মনোনয়ন দিতে যাচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হককে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

অন্যদিকে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদেরকে মনোনয়ন দেওয়ার প্রস্তুতি চলছে। এতে করে বর্তমান প্রার্থী, বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান বাদ পড়তে পারেন।

উল্লেখ্য, এর আগে এই আসনে জামায়াত হবিগঞ্জ জেলা আমির মুখলিছুর রহমানকে সরিয়ে অলিউল্লাহ নোমানকে প্রার্থী করেছিল।

সব মিলিয়ে বিকেলের সংবাদ সম্মেলনে আরও কিছু অপ্রত্যাশিত ঘোষণা থাকতে পারে বলে জামায়াতের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

No comments

Powered by Blogger.