Header Ads

জামায়াতের সঙ্গে জোট হওয়ার কারণ জানালেন নাহিদ ইসলাম

                                                              

জামায়াতের সঙ্গে জোট হওয়ার কারণ জানালেন নাহিদ ইসলাম



বৃহত্তর ঐক্যের স্বার্থে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (২৮ ডিসেম্বর) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নাহিদ ইসলাম বলেন, শুরু থেকেই এনসিপির অবস্থান ছিল আসন্ন নির্বাচনে ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দেওয়ার। সে লক্ষ্যেই দলীয় প্রস্তুতি ও পরিকল্পনা এগোচ্ছিল এবং সারাদেশ থেকে মনোনয়নও আহ্বান করা হয়েছিল। পরে সংস্কার ইস্যুতে আরও দুটি দলের সঙ্গে সমঝোতা হয়। তখন সিদ্ধান্ত হয়েছিল—এই তিন দল মিলে গঠিত সংস্কার জোট যৌথভাবে নির্বাচনে অংশ নেবে।

তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দেশের রাজনৈতিক ও নির্বাচনি পরিস্থিতিতে পরিবর্তন আসে, যার প্রেক্ষিতে এনসিপিকে নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি।

No comments

Powered by Blogger.