তাসনিম জারা এনসিপি ছাড়লেন
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, “আমি কোনো দলের সঙ্গে থাকছি না।”
এদিকে এনসিপির আরেক যুগ্ম সদস্যসচিব জানান, তাসনিম জারা দল থেকে পদত্যাগের বিষয়টি দলীয় গ্রুপে লিখিতভাবে জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, “প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি।


No comments