Header Ads

গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, ধানের শীষে নির্বাচন করবেন

                                                       

গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, ধানের শীষে নির্বাচন করবেন

                  

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান শিগগিরই দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিতে পারেন—এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে। পদত্যাগের পর তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গণ অধিকার পরিষদ-এর উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং শনিবার অথবা রবিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন।

আবু হানিফ আরও বলেন, গণ অধিকার পরিষদ থেকে সরে এসে রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এ যোগ দেবেন, দলের সদস্যপদ নেবেন এবং বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।

এদিকে দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দলের উচ্চতর পরিষদের আসন্ন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments

Powered by Blogger.