তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন যাঁরা
সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পথে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি বাসা থেকে বের হন। লন্ডন বিএনপির এক নেতার ফেসবুক লাইভে দেখা যায়, তারেক রহমানকে বহনকারী গাড়ির সামনে ও পেছনে আরও তিনটি গাড়ি ছিল।
জানা গেছে, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনারে পরিচালিত বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের জন্য ছয়টি টিকিট কেনা হয়েছে। একই ফ্লাইটে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন ভ্রমণ করছেন।
আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে যাচ্ছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া নিজস্ব অর্থে বিজনেস ক্লাসের টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন বিএনপির বেশ কয়েকজন নেতা ও শুভানুধ্যায়ী। তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খসরুজ্জামান খসরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম, ডালিয়া লাকুরিয়া প্রমুখ।
যুক্তরাজ্য ছাড়াও আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতারা ইকোনমি ক্লাসে টিকিট কেটে একই ফ্লাইটে যাত্রা করছেন। পাশাপাশি তারেক রহমানের গৃহকর্মীরাও রয়েছেন। সব মিলিয়ে ফ্লাইটে যাত্রীর সংখ্যা ৫০ জনের বেশি।
যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ জানিয়েছেন, তারেক রহমান পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে ফিরছেন। অন্যরা নিজ নিজ উদ্যোগে টিকিট কেটে একই ফ্লাইটে যাচ্ছেন।
দীর্ঘ যাত্রাপথে সিলেটে যাত্রাবিরতির পর আগামীকাল বেলা ১১টা ২০ মিনিটে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন। বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে প্রায় ২০ মিনিট অবস্থান করে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কৌশলগত আলোচনা করবেন তিনি।
এরপর সড়কপথে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। পথে রাস্তার দুপাশে লাখো নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানাবেন। জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক) এলাকায় তিনি সংক্ষিপ্ত গণসংবর্ধনায় অংশ নিয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।


No comments