১৪ ঘণ্টায় সাড়ে ২৩ লাখ টাকা সংগ্রহ করলেন তাসনিম জারা
ঢাকা-৯ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনী তহবিলে মাত্র ১৪ ঘণ্টায় ২৩ লাখ ৬৮ হাজার টাকা জমা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
ডা. তাসনিম জারা জানান, তাদের নির্বাচনী তহবিলের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। সেই হিসাবে অল্প সময়েই লক্ষ্যের অর্ধেকের বেশি অর্থ সংগ্রহ হয়েছে। এ জন্য তিনি দু’জনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিকাশ অ্যাকাউন্টের লেনদেন সীমা শেষ হয়ে যাওয়ায় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান দেওয়ার আহ্বান জানান।
এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তহবিল সংগ্রহ শুরুর প্রথম ৭ ঘণ্টার মধ্যেই ১২ লাখ টাকার বেশি অনুদান আসে। সোমবার থেকেই আনুষ্ঠানিকভাবে এই তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
অন্য এক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, নির্বাচনী তহবিল উত্তোলন ও ব্যয়ের ক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখবেন। সে কারণে তিনি সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর স্ক্রিনশটও শেয়ার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, উভয় অ্যাকাউন্টই শূন্য অবস্থা থেকে শুরু হয়েছে এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করা হবে।


No comments