Header Ads

ওসমান হাদি মারা গেছেন

                                        

ওসমান হাদি মারা গেছেন



সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।

এছাড়া রাতেই নিজেদের ফেসবুক পেজে মৃত্যুর খবর জানায় ইনকিলাব মঞ্চ। সেখানে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দেওয়া বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদের মর্যাদায় কবুল করেছেন।’

No comments

Powered by Blogger.