Header Ads

তিন দিনের পর্যটন মেলায় ৪০ কোটি টাকার ব্যবসা হয়েছে

                                    

তিন দিনের পর্যটন মেলায় ৪০ কোটি টাকার ব্যবসা হয়েছে



তিন দিনব্যাপী পর্যটন মেলায় এবার প্রায় ৪০ কোটি টাকার বাণিজ্য হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস একাই বিক্রি করেছে প্রায় তিন কোটি টাকার টিকিট। রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় প্রায় ৪০ হাজার দর্শনার্থী উপস্থিত ছিলেন। শনিবার ছিল ১৩তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-এর শেষ দিন।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত এই মেলা গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টোয়াব মেলার আয় ও অংশগ্রহণ সংক্রান্ত তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলার শেষ দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুজহাত ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন টোয়াব সভাপতি মো. রাফেউজ্জামান এবং পরিচালক (বাণিজ্য ও মেলা) মো. তাসলিম আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশের পোশাকের কার্যাদেশ এখন অন্য দেশে চলে যাচ্ছে

এ বছর মেলায় ৮০টি দেশি-বিদেশি ভ্রমণ ও পর্যটন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ছিল বিভিন্ন এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, হাসপাতাল ও ক্রুজ লাইন প্রতিষ্ঠান। মোট ১৫০টি স্টলে প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়। মেলায় হোটেল ও রিসোর্টগুলো বিশেষ ছাড়ে রুম বুকিং এবং ভ্রমণ প্যাকেজ বিক্রি করে। এছাড়া ছয়টি প্রতিষ্ঠান তাদের শেয়ার বিক্রির উদ্যোগ নেয়, যা বিদেশি বিনিয়োগ আকর্ষণের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

টোয়াবের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেলার প্রথম দিনে বাংলাদেশ ও নেপালের পর্যটন শিল্পের মধ্যে সহযোগিতা বাড়াতে ‘ট্রাভেল ট্রেড কানেকশন’ শীর্ষক বিটুবি নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়। পাশাপাশি ফিলিপাইন, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান ও শ্রীলঙ্কার অংশগ্রহণে আন্তর্জাতিক বিটুবি সেমিনারও আয়োজন করা হয়।

এবারের মেলায় দেশের পর্যটন খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন সাংবাদিকসহ ১৩ জনকে সম্মাননা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুজহাত ইয়াসমিন বলেন, “বিশ্বের অনেক দেশেই পর্যটন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। বাংলাদেশেও এর বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারিনি, তবে এর অর্থ এই নয় যে আমাদের সামর্থ্য নেই—বরং এখনো আমরা সম্ভাবনাগুলো যথাযথভাবে কাজে লাগাতে পারিনি।

আরো পড়ুন

No comments

Powered by Blogger.