Header Ads

২৫০ কারখানার পণ্য আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা করছি : বিজিএমইএ সভাপতি

                                         

২৫০ কারখানার পণ্য আগুনে পুড়ে যাওয়ার আশঙ্কা করছি : বিজিএমইএ সভাপতি



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংগঠনগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করেছে। ইতোমধ্যে তারা নিজ নিজ সদস্যদের কাছে নির্ধারিত ফরম্যাটে ক্ষতিগ্রস্ত পণ্যের তালিকা চেয়ে চিঠি পাঠিয়েছে। সংগঠনগুলোর ধারণা, এক থেকে দুই দিনের মধ্যেই কার্গো ভিলেজে থাকা পণ্যের সঠিক পরিমাণ জানা যাবে।

তবে বিমানবন্দর কতদিন কার্যক্রম বন্ধ থাকবে—এ নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, দীর্ঘ সময় বিমানবন্দর বন্ধ থাকলে যাত্রী পরিবহনের পাশাপাশি রপ্তানি কার্যক্রমেও বড় ধরনের ক্ষতি হবে।

বাংলাদেশ থেকে সাধারণত তৈরি পোশাক, পচনশীল পণ্য যেমন ফলমূল, শাকসবজি, পানসহ অন্যান্য সামগ্রী বেশি রপ্তানি হয়। এছাড়া আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন পণ্য ও নথিপত্র পাঠানো হয়, যা এ ঘটনায় সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জানান, “এখনো সুনির্দিষ্টভাবে কত পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি। তবে আমাদের সদস্য কারখানাগুলোর বেশিরভাগই বিমানযোগে পণ্য রপ্তানি করে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি কারখানা বিমানবন্দরের মাধ্যমে পণ্য পাঠায়। সে হিসেবে অনেক কারখানা ক্ষতির ঝুঁকিতে আছে বলে মনে করছি।”

তিনি আরও বলেন, “আমরা সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি, আজকের দিনে তাদের কত পণ্য সেখানে ছিল তা জানার চেষ্টা করছি।”

সবজি ও পচনশীল পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত বিমান চলাচল স্বাভাবিক করা। কারণ পচনশীল পণ্য বেশিদিন অপেক্ষা করালে নষ্ট হয়ে যাবে।”

তিনি আরও যোগ করেন, “প্রতিদিন সমান পরিমাণ পণ্য আমাদের থাকে না। বিমানের কার্গো স্পেস ফাঁকা থাকলে আমরা তত বেশি পণ্য পাঠাতে পারি। তাই যেদিন বেশি জায়গা পাই, সেদিনই বেশি রপ্তানি হয়।”

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “বিমানবন্দর যত দ্রুত খোলা যাবে, ক্ষতি তত কম হবে। কিন্তু যদি দীর্ঘ সময় বন্ধ থাকে, তবে রপ্তানিকারকদের জন্য তা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

No comments

Powered by Blogger.