Header Ads

এবার আগুন লাগল ইউনিভার্সিটিতে

                      

এবার আগুন লাগল ইউনিভার্সিটিতে



দেশজুড়ে অগ্নিকাণ্ডের উদ্বেগের মধ্যে এবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৮টা ১২ মিনিটের দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড়ে অবস্থিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার জাহাঙ্গীর সেলিম জানিয়েছেন, ইসলামিক স্টাডিজ বিভাগের একটি কম্পিউটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে যায়।

খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে, বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

No comments

Powered by Blogger.